Skip to main content

New upcoming movie: Captain Marvel review...

Storyline:

Carol Danvers becomes one of the universe's most powerful heroes when Earth is caught in the middle of a galactic war  two alien races.

Edit

Details:

Official Sites:

 Marvel [United States] | Official Facebook

Country:

 USA

Language:

 English

Release Date:

 8 March 2019 (USA) See more »

Also Known As:

 Untitled Marvel Project See more »

Filming Locations:

 Los Angeles, California, USA See more »

Cast:


More interesting Info :Click Here

Comments

Popular posts from this blog

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২019 : সম্পূর্ণ স্কোয়াড, বিন্যাস এবং কীভাবে বিপিএল 2019 লাইভ দেখতে হয়.....

  বিপিএল টি ২0 2019: ২011 সালের সব বাংলাদেশ প্রিমিয়ার লিগের পূর্ণ স্কোয়াড রংপুর রাইডার্স স্কোয়াড: মশরাফ মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মীথুন, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রীতি রসুস, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান, বেনি হাওয়েল, ওশেন থমাস ঢাকা ডাইনামাইটস স্কোয়াড: সাকিব আল হাসান, সুনিল নারাইন, কিরন পোলার্ড, রোভমান পাওয়েল, হযরতউল্লাহ জাজাই, আন্দ্রে রাসেল, রুবেল হোসেন, নুরুল হাসান, রনি তালুকদার, শুভগতা হোম, অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী ওনিক, মোহাম্মদ আসিফ হাসান, নাইম শেখ কুমিল্লা ভিক্টোরিয়ান স্কোয়াড: স্টিভ স্মিথ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, আনামুল হক, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, ইভিন লুইস, ওয়াকার সালামখিল, আমির ইয়ামিন চট্টগ্রাম ওয়াকিংস স্কোয়াড: সুন্জামুল ইসলাম, সিকান্দার রাজা, লুক রনচি, মুশফিকুর রহিম, মোহাম্মদ শাহজাদ, রব্বি ফ্...

একজন লোভী মাশরাফির গল্প।💖

মাশরাফি বিন মোর্তজা যখন বিভিন্ন কোম্পানির সাথে বিজ্ঞাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন চুক্তির অন্যতম শর্ত ছিল যে,আপনি রাজনীতিতে যোগ দিলে চুক্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে। মাশরাফি এখন আওয়ামীলীগের হয়ে নির্বাচন করবেন।ফলে উক্ত চুক্তি ভঙ্গ হওয়ায় এক বছরে প্রায় ১৫/২০ কোটি টাকা লোকসানের সম্মুখীন হলেন। আপনারা অনেকেই তাকে লোভী বলেন? আপনাদের মনে আছে নিশ্চয়ই গতবছর রংপুর রাইডার্সের হয়ে খেলে যখন চ্যাম্পিয়ন হলেন তখন বসুন্ধরার চেয়ারম্যান তাকে ৫ কোটি টাকা বিলাসবহুল গাড়ী উপহার দিতে দিয়েছিলেন। মাশরাফি কি লোভী যে সেই গাড়ী না নিয়ে নড়াইলের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার এনে দেন। আজকের আশরাফুল যে কারনে ক্রিকেট থেকে নিষিদ্ধ তখন এই মাশরাফি কেও বিগ অফার দিয়েছিলেন জুয়াড়ীরা তিনি তা প্রত্যাহারই করেন নি সাথে সাথে বিসিবি কে ও জানিয়েছিলেন। যখন ক্রিকেটে ম্যাশের ভরা যৌবন তখনও বিপিএলে বিগ অফার পেয়েছিলেন কিন্তু সেসময় দেশের কথা ভেবে যাননি। এটাও তার লোভেরই বহিঃপ্রকাশ তাই না! অস্ট্রেলিয়ার কিংবদন্তি শল্যচিকিৎসক মাশরাফি কে বলেছিলেন তুমি ক্রিকেট ছাড় না হলে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। মাশরা...