মাশরাফি বিন মোর্তজা যখন বিভিন্ন কোম্পানির সাথে বিজ্ঞাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন চুক্তির অন্যতম শর্ত ছিল যে,আপনি রাজনীতিতে যোগ দিলে চুক্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে। মাশরাফি এখন আওয়ামীলীগের হয়ে নির্বাচন করবেন।ফলে উক্ত চুক্তি ভঙ্গ হওয়ায় এক বছরে প্রায় ১৫/২০ কোটি টাকা লোকসানের সম্মুখীন হলেন। আপনারা অনেকেই তাকে লোভী বলেন? আপনাদের মনে আছে নিশ্চয়ই গতবছর রংপুর রাইডার্সের হয়ে খেলে যখন চ্যাম্পিয়ন হলেন তখন বসুন্ধরার চেয়ারম্যান তাকে ৫ কোটি টাকা বিলাসবহুল গাড়ী উপহার দিতে দিয়েছিলেন। মাশরাফি কি লোভী যে সেই গাড়ী না নিয়ে নড়াইলের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার এনে দেন। আজকের আশরাফুল যে কারনে ক্রিকেট থেকে নিষিদ্ধ তখন এই মাশরাফি কেও বিগ অফার দিয়েছিলেন জুয়াড়ীরা তিনি তা প্রত্যাহারই করেন নি সাথে সাথে বিসিবি কে ও জানিয়েছিলেন। যখন ক্রিকেটে ম্যাশের ভরা যৌবন তখনও বিপিএলে বিগ অফার পেয়েছিলেন কিন্তু সেসময় দেশের কথা ভেবে যাননি। এটাও তার লোভেরই বহিঃপ্রকাশ তাই না! অস্ট্রেলিয়ার কিংবদন্তি শল্যচিকিৎসক মাশরাফি কে বলেছিলেন তুমি ক্রিকেট ছাড় না হলে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। মাশরা...
Its a community of Entertainment, News etc.
Comments